জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ‘দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। গতকাল শনিবার করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় এ সহায়তা দেওয়া হয়।
এফবিসিসিআইয়ের ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু। এ সময় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পী ও ইকরামুল হক নবীন উপস্থিত ছিলেন।
এ সময় সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত বা শাসকষ্ট রোগীরা এই যন্ত্রের মাধ্যমে সহজেই অক্সিজেন নিতে পারবেন।
একই সময় জেলা স্বাস্থ্য বিভাগকে কয়েক হাজার মাস্ক দেয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু বলেন, মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবসায়ীরা কাজ করছে। করোনাকালে কয়েক দফায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগকে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।