হোম > ছাপা সংস্করণ

গাজীপুর মহানগরে ২৪ ঘণ্টায় নয় লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পৃথক স্থান থেকে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী রয়েছেন। এ ছাড়া মহানগরীর কাশিমপুরে দুজন, কোনাবাড়ীতে একজন, টঙ্গীতে তিনজন এবং জয়দেবপুর থানা এলাকায় একজনসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০) ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন জানান, আবুল কালাম পাবনার আতাইকুলা থানার তেলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই শরীফ বলেন, পূবাইল রেলগেট এলাকায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বুধবার মহানগরীর জিরানী বাজার এলাকার একটি কারখানা থেকে হাসানুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসানুজ্জামান ওই এলাকার পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বুধবার দুপুরে সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।

একই দিন বিকেলে একই থানার এলাকার সবুজ কানন এলাকায় ভাড়া বাসা থেকে আলমগীর (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তাঁর লাশ। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, গত বুধবার বিকেলে পোশাকশ্রমিক নিপা আক্তার (২১) মহানগরীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে একই থানা এলাকার গাজীপুরায় নিজ বাড়িতে ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন নাঈম আহমেদ (২১)। বৃহস্পতিবার একই থানার এরশাদনগরের ভাড়া বাসায় হীরা আক্তার তন্বীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পোশাকশ্রমিক ছিলেন।

ওসি বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহানগরীর কোনাবাড়ী থানার এসআই ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী থানা এলাকা থেকে রাবেয়া (৮০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, বুধবার বিকেলে সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানি কাশেম কাজী (৪০) ইঁদুর মারার বিষ পান করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ