দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণিতে পাঠদান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ দেড় বছর পর গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশের আগে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। গতকাল সশরীরে ক্লাসের কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ ইমাম আলি।
উপাচার্য ড. এ এফ ইমাম আলি বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বেসরকারি উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছার বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০০ ছাত্রছাত্রী পড়ালেখা করছে। তিনটি অনুষদের অধীনে বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাঁচটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে। আগামী স্প্রিং ২০২২ সালের সেমিস্টারের জন্য নতুন ছাত্রছাত্রী ভর্তি চলছে বলেও জানান তিনি।