হোম > ছাপা সংস্করণ

খালের মুখ ভরাটে ৪ বিলের ফসলে জলাবদ্ধতার আশঙ্কা

চারঘাট প্রতিনিধি

পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর এলাকা সংলগ্ন একটি খালের মুখ ভরাট করছেন স্থানীয় এক ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার চারটি বিলে জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, খালটি নারদ নদ সংযুক্ত হওয়ায় স্থানীয়ভাবে নারদ খাল নামে পরিচিত। ২০১৮-২০১৯ অর্থ বছরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ খালটি পুনঃখনন করে।

স্থানীয় কৃষকেরা জানান, চারঘাট উপজেলার ইউসুফপুর, শ্রীখন্ডী, জয়পুর ও চক মুক্তারপুর গ্রামে প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির অধিকাংশই তিন ফসলি। বর্ষা মৌসুমে এসব জমি পানিতে তলিয়ে যায়। পরে সেই পানি জয়পুর এলাকার নারদ খাল দিয়ে প্রবাহিত হয়ে পুঠিয়া উপজেলার ভেতর দিয়ে নারদ নদে গিয়ে মেশে। কিন্তু গত এক সপ্তাহ ধরে জয়পুর বাজার সংলগ্ন নারদ খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। খালের অভিমুখে ওই জমি নিজের দাবি করে মোহাম্মদ বাবু নামের এক ব্যক্তি তা ভরাট করছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নারদ খালের অভিমুখে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে। এরপর রাতের আঁধারে ভেকু দিয়ে সেই মাটি খালে ফেলে ভরাট করা হচ্ছে।

শরীফুল ইসলাম নামে স্থানীয় এক কৃষক জানান, বর্ষা মৌসুমে আশপাশের সব এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। রাতের আঁধারে খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। এতে বর্ষার সময় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তলিয়ে যাবে জমির ফসল। চাষাবাদ ব্যাহত হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইখলাস উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে এই এলাকার কৃষি জমি ধ্বংসের পথে। এই খালটি ভরাট হয়ে গেলে চারটি বিলের হাজার হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে।

যোগাযোগ করা হলে খাল ভরাটকারী মোহাম্মদ বাবু বলেন, ‘ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। বরেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন করেছে। এখন আমার প্রয়োজনে আমি ভরাট করছি।’

খালের মুখ ভরাটের ব্যাপারে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট ও পুঠিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আল-মামনুর রশীদ বলেন, ‘খালটি ২০১৮-২০১৯ অর্থ বছরে পুনঃখনন করা হয়েছে। ওই খালের জমির মালিক সরকার। খালের মুখ ভরাটের অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ