হোম > ছাপা সংস্করণ

খেতে বৃষ্টির পানি, অপরিপক্ব সরিষা ঘরে তুলছেন কৃষক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে খেতে বৃষ্টির পানি জমায় কৃষক অপরিপক্ব সরিষা ঘরে তুলে নিচ্ছেন। তবে কৃষি বিভাগের দাবি অধিকাংশ খেতের সরিষা পরিপক্ব হয়ে গেছে। তাই ক্ষতির তেমন আশঙ্কা নেই।

ডিমলা সদর ইউনিয়নের সরিষাচাষি সেলিম আহমেদ জানান, এ বছর তিনি ৯০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছেন। বৃষ্টির কারণে সরিষার গাছ নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় পচন ধরার আগেই বাধ্য হয়ে অপরিপক্ব সরিষা কেটে ঘরে তুলছেন। এতে বিঘাপ্রতি এক মণ ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তিনি।

ডোমারের বোড়াগাড়ী এলাকার সরিষাচাষি এমদাদুল হক বলেন, খেতের সরিষা পাকতে আরও কিছুদিন সময় লাগত। কিন্তু অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। তাই দ্রুত ঘরে তুলতে হচ্ছে। ফলে লাভ তো দূরের কথা, উল্টো লোকসান গুনতে হবে।’

সদর উপজেলার কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে সরিষা ও আলুসহ বিভিন্ন ফসলের জমিতে পানি জমেছিল। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সরিষা ঘরে তোলার সময় হয়েছে, তাই তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এবার জেলায় ৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ