হোম > ছাপা সংস্করণ

মাইক্রোবাসে মিলল বৈধ-অবৈধ অস্ত্র

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরের রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়া একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বৈধ-অবৈধ দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার গাড়িচালকের নাম মো. হাবিবুল্লাহ। তিনি সদর উপজেলার চরতারাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগরের ১০ ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে কমবেশি সহিংসতা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রানীনগর ইউনিয়নের ভাটিকয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গাড়ির বহর নিয়ে যোগ দেন। গোপন সংবাদের ভিত্তিতে সভাস্থলের পাশে থাকা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান ও একটি শটগান জব্দ করা হয়। আগ্নেয়াস্ত্র দুটির মধ্যে একটি সুজানগর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল হক জনির নামে রেজিস্ট্রেশন করা। অপর অস্ত্রটি অবৈধ।

মাইক্রোবাসের মালিক উজ্জ্বল হোসেন বলেন, চারটি গাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। গাড়ির মধ্যে কেউ যদি অস্ত্র রাখে তাহলে চালকের কিছু করার থাকে না। আটক চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা অস্ত্র নিয়ে গাড়িতে উঠেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘একটি বর্ধিত সভায় অনেক নেতা-কর্মী ও বিপুলসংখ্যক গাড়ির বহর ছিল। কোন গাড়িতে কারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করেছে, সেটা আমি বলতে পারছি না।’

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বলেন, রানীনগর ইউনিয়নে নৌকার প্রার্থী তৌফিকুল ইসলাম পীযুষের বিপরীতে ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক টুটুল কাজী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সভায় বিশৃঙ্খলা করতে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় এসেছিলেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সেই মামলায় হাবিবুল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় কয়জন আসামি ও তাঁদের নাম জানতে চাইলে তদন্তের স্বার্থে তিনি বলতে অপারগতা জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ