হোম > ছাপা সংস্করণ

দুই চাচাতো বোন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ জানুয়ারি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে গত রোববার দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। ওই দিন রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিহাব হোসেন (২২) ও মিন্টু হোসেন (২৩)।

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি মামলার বাদীর মেয়ে (১৯) ও তাঁর ভাইয়ের মেয়ে (১৭) রাতে একই কক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় ওই গ্রামের শিহাব ও মিন্টু তাঁদের কক্ষে প্রবেশ করে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দুই চাচাতো বোনের চিৎকারে পরিবারের লোকজন এসে ওই দুজনকে আটক করে। পরে দুই বোনকে জিজ্ঞাসা করলে জানতে পারে শিহাব বাদীর মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে ২২ জানুয়ারি ধর্ষণ করেন এবং বাদীর ভাতিজিকে একই প্রলোভনে ওই দিনই ধর্ষণ করেন মিন্টু। এ ঘটনায় বাদী গত রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ