টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন নান্নু।
যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সঞ্চালনায় সমাবেশে যুবদলের নেতা-কর্মীরাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও দেশ ও দলের যে কোনো দুঃসময়ে রাজপথে থেকে জোরালো ভূমিকা রাখার রাখবে। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দলীয় দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।