করোনা মহামারির কারণে যশোর পৌরসভায় উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়নি। বেশ কিছু প্রকল্পের কাজ আসছে। সেগুলো সম্পন্ন হলে পৌর এলাকার কোনো সড়ক বেহাল থাকবে না। যশোর পৌরসভাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানা যশোর পৌরসভার মেয়র হায়দার খান গনী পলাশ।
গতকাল সোমবার সচেতন নাগরিক কমিটি যশোরের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সনাক ও টিআইবির পক্ষ থেকে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সনাক যশোরের সভাপতি সুকুমার দাস, যশোর পৌরসভার সচিব আজমল হোসেন, সনাকের সদস্য ড. মোস্তাফিজুর রহমান, মবিনুল ইসলাম মবিন, অ্যাড. প্রশান্ত দেবনাথ, শেখ গোলাম ফারুখ, পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, জাহিদ হোসেন মিলন প্রমুখ।