নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম চাঁদপুরের মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলির ছেলে।
নিহতের ভাতিজা মো. জিয়াদ জানান, শাহিন আলম বরিশাল জেলায় সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। পরে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।