নরসিংদীর পলাশে বিনা মূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের অর্থায়নে ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় দন্ত, চক্ষু, গাইনি ও সাধারণ রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসাসেবা দেন এবং বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।
এ সময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাফিনা রহমান, ও ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদারসহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাফিনা রহমান জানান, সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।