হোম > ছাপা সংস্করণ

উপহারের ঘর পেয়ে খুশি মুক্তিযোদ্ধাদের পরিবার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

শান্তিগঞ্জে ১৮ মুক্তিযোদ্ধার পরিবার পাচ্ছে সরকারি ঘর ‘বীর নিবাস’। জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের অসচ্ছল পরিবারে এ ঘর হস্তান্তর করা হবে। এদিকে উপহারের ঘর পেয়ে খুশি মুক্তিযোদ্ধাদের পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার এ আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়। এ ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি দেন।

ইউএনও ও আবাসন প্রকল্প নির্মাণের সিলেকশন কমিটির সভাপতি আনোয়ার উজ জামান গত অক্টোবর মাসে ১৮ জনের নামের প্রস্তাবনা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠান। পরে ১৮ জন জীবিত ও মৃত মুক্তিযোদ্ধার নামে প্রস্তাবনা অনুমোদন পায়।

প্রাথমিক পর্যায়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে হয়েছে ১ কোটি ৬৯ হাজার ২৪ হাজার ৫৮৪ টাকা। প্রতিটি আবাসন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

উপজেলায় মেসার্স ছায়া গ্রুপ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ নির্মাণকাজ পেয়েছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ‘বীর নিবাসের’ নির্মাণকাজের ভিত্তিস্থাপন করেন।

বীর মুক্তিযোদ্ধা সুনুর আলী বলেন, ‘সরকার আমাদের দিকে সুনজর দিয়েছে। পাকা বাড়ি পেয়েছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব শাহাদাৎ হোসেন ভূইয়া বলেন, প্রতিটি বাড়ির জায়গা ধরা হয়েছে ১ হাজার ৭৬৩ বর্গফুট। এই জায়গার ওপর ৭০৪ বর্গফুটের পাকা ভবন নির্মাণ করা হবে। দুটি শয়ন কক্ষ, দুটি শৌচাগার, বৈঠক ঘর, খাবার ঘর ও রান্নাঘর থাকবে। প্রতিটি বীর নিবাসের কাজ তিন মাসের মধ্যে শেষ হবে।

ইউএনও ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আনোয়ার উজ জামান বলেন, ‘বীর নিবাস’ নির্মাণকাজের জন্য প্রথম পর্যায়ে ১২টি বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বীর নিবাসের কাজ শুরু করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ