লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আমন ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। সেই সঙ্গে বাজারে এর দামও ভালো পাবেন বলে প্রত্যাশা করছেন।
পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলায় ২১ হাজার ২৬০ হেক্টর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। এবারে রোপা আমন মৌসুমে ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয় ১৯ হাজার ৫৪০ হেক্টর জমি। কৃষকেরা রোপা আমন চাষাবাদ করেছেন ১৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে।
উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের কৃষক আবুল কাশেম (৫৫) বলেন, প্রায় ৫ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। চারা রোপণের পর থেকে সন্তানের মতোই যত্ন নিচ্ছি। বড় হয়েছে খেতের ধান গাছ। দেখে প্রাণ জুড়ায়। আশা করছি ফলন ভালো পাব।
জগতবেড় ইউনিয়নের নাজির গোমানী এলাকার কৃষক আব্দুস সামাদ (৫০) বলেন, বৈদ্যুতিক সুবিধায় সেচ দিয়ে ৫ একর জমিতে রোপা আমন চাষ করেছি। খরচ পড়েছে একর প্রতি ২৪ থেকে ২৫ হাজার টাকা। একর প্রতি ৬০ থেকে ৬৫ মণ ধান হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গফ্ফার জানান, এবারের আমন চাষাবাদ বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ নেই।