জামালপুরের সরিষাবাড়ীতে মশার উপদ্রব ঠেকাতে গতকাল শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে একদল যুবক। তাঁরা সবাইকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে উদ্ধুদ্ধ করতে এই অভিযান চালায়।
জানা গেছে, উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশার উপদ্রব বেড়েছে। প্রতিদিন মশার বংশ বিস্তার বাড়ছে। মশা নানা রোগের সৃষ্টি করে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এ কারণে ৮ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করলেন একদল যুবক। গতকাল শুক্রবার সকালে ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে সংগঠনের উদ্যোগে যমুনা সারকারখানা এলাকায় পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ অঙ্গীকার বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
এ সময় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ক্যাপ্টেন মো. সেলিম বাবু, টিম লিডার ফরিদুল ইসলাম, রফিক মিয়া, আপেল হোসেন, নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, রনি মিয়া, আলমগীর হোসেন, সুজন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।