হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে কম্বল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে যশোরের কেশবপুরে ৫০ জনকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন উৎসবের আয়োজনও করা হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে সদরের আল-আমিন মডেল একাডেমির হল রুমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মৌসুমী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, আল-আমিন মডেল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুর গফুর গাজী ও শিক্ষক সাহা বৈদ্য নাথ। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।

কম্বল পেয়ে আফসার উদ্দিন বলেন, ‘এবার শীতে কেউ এখনো কম্বল দেয়নি। রাতে ঘুমাতে অনেক কষ্ট হচ্ছিল। এখন থেকে রাতে ঘুমাতে আর কষ্ট হবে না। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’

গৃহকর্মী জুলেখা খাতুন, মনিরা বেগম, তানিয়া খাতুনসহ আরও অনেকেই কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন।

এর আগে শহরের আল-আমিন মডেল একাডেমিতে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন উৎসবের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ