হোম > ছাপা সংস্করণ

‘প্রধানমন্ত্রী কৃষি ও কৃষকবান্ধব’

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেছেন, শেখ হাসিনা হলেন কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তাই ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি এবং ব্যাপক প্রণোদনা দেওয়া সম্ভব হচ্ছে।

গতকাল মঙ্গলবার মিঠাপুকুরের কাশিপুর গ্রামে ‘সমলয়’ প্রকল্পের আওতায় ট্রেতে তৈরি বীজতলা পরিদর্শন ও যন্ত্রের সাহায্যে চারা রোপণ পদ্ধতি পরিদর্শনকালে জেলা প্রশাসক এ কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি আসিব আহসান জানান, সমলয় একটি অনন্য পদ্ধতি। এ পদ্ধতিতে কম খরচে অধিক ধান উৎপাদন করা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখার অন্যতম কারিগর হলেন কৃষক ভাইয়েরা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, এই উপজেলার কৃষকেরা দক্ষ ও কঠিন পরিশ্রমী। তাঁদের চেষ্টায় রংপুর কৃষি উৎপাদনে সাফল্য অর্জনকারী জেলা হিসেবে পরিচিতি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, মিঠাপুকুরের মাটি ও জলবায়ু কৃষি উৎপাদনের জন্য উর্বর। সমলয় পদ্ধতিতে ধান উৎপাদনে সাফল্য অর্জন সম্ভব হলে এই পদ্ধতি সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করে আমরা মিঠাপুকুরকে ধান ও সবজি ভান্ডারে পরিণত করতে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাব।’ তিনি কৃষকদের যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ