নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীতে ছাদ থেকে পড়ার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্তিক দত্ত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ২৯ নভেম্বর সকালে কোতোয়ালির ফিরিঙ্গিবাজারের ৬ তলা ভবনের ছাদবাগানে পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে যান কার্তিক। এতে তিনি গুরুতর আহত হন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাদ থেকে পড়ার পর ৫ দিন কার্তিক দত্ত চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তিনি মারা যান।