হোম > ছাপা সংস্করণ

ইপিজেডে দুঃখ ঘুচবে ভবদহের

জিয়াউল হক, যশোর ও রবিউল ইসলাম, অভয়নগর

যশোরের দুঃখখ্যাত ভবদহে স্থাপন করা হবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। ইতিমধ্যেই প্রকল্পটি চূড়ান্ত হয়েছে। শিগগিরই ৫০৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

ইপিজেড স্থাপন হলে এই অঞ্চলের অন্তত দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এর শতভাগ সফলতা আনতে জনমত সমীক্ষার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যশোর ইপিজেড স্থাপন প্রকল্পের পরিচালক আশরাফুল কবীর বলেন, ‘যশোর জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নে ইপিজেড নির্মাণ করা হবে। এ জন্য জন্য চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে। আমরা ইতিমধ্যে জমি অধিগ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছি।’

প্রকল্প পরিচালক আশরাফুল কবীর আরও বলেন, ‘অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধ খালে যশোর ইপিজেড স্থাপন করা হবে। এ জন্য উপজেলার মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজার ৫০৩ একর জমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করেছি।’

প্রকল্প পরিচালক আশরাফুল কবীর বলেন, ‘যশোর ইপিজেডটি নির্মাণ করা হবে চট্টগ্রাম ও সাভারের ইপিজেডের আদলে। এখানে কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে ভবদহপারের অন্তত পাঁচ লাখ মানুষের জীবনযাত্রার রূপ বদলে যাবে। তাঁরা যেমন নতুন নগরায়ণের ছোঁয়া পাবেন। তেমনি এই প্রকল্প ঘিরে ওই এলাকার নদী ও খাল-বিলেরও উন্নতি ঘটবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও আলাদা প্রকল্প গ্রহণ করা হবে। সব মিলিয়ে ভবদহপারের মানুষের জীবনযাত্রার ব্যাপক উন্নতি ঘটবে।’

জানা গেছে, যশোর সদর, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যবর্তী স্থানে ভবদহ এলাকা। ভবদহ বিলপাড়ের ১২০ গ্রামের অন্তত ৫ লাখ মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছেন। প্রায় দুই দশক ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। বছরের অন্তত তিন মাস এ অবস্থা অব্যাহত থাকে।

ফলে কৃষি ও মৎস্য খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন, ‘বিলপাড়ের মানুষ বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় সরকার ধলের বিল এলাকায় ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে। এটি সম্পন্ন হলে এই এলাকার অর্থনীতির চাকা আবার সচল হবে।’

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য ইপিজেড খুবই গুরুত্বপূর্ণ। যশোরের মানুষের জন্য এটি খুবই প্রয়োজনীয়। কিন্তু এত বড় একটি প্রকল্প স্থাপনের জন্য পরিবেশ, প্রতিবেশ ও জনমত যাচাই-বাছাই খুবই দরকার।’

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘ভবদহ এলাকায় ইপিজেড স্থাপনের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। বিধি মোতাবেক ভূমি অধিগ্রহণ শুরু হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ