কুষ্টিয়ার কুমারখালীর বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাসকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চরসাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সাদিপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাসের কফিনে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান আক্কাস।