হোম > ছাপা সংস্করণ

ভাগাড়ের দুর্গন্ধে যাতায়াতে কষ্ট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কবরস্থান সড়কের পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। রাস্তার অপর পাশেই মসজিদ। এতে ওই সড়কে যাতায়াত করা মানুষের পাশাপাশি মুসল্লিরাও দুর্গন্ধে অতিষ্ঠ।

এ অবস্থা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মুক্তিনগরের কবরস্থান মসজিদ এলাকার। মসজিদের আশপাশের কিছু দোকানদার ও বাসিন্দা এই আবর্জনা ফেলেন বলে জানা গেছে। এলাকাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও পরিচ্ছন্নতার অভাবে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে স্থানীয়দের।

নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকার চায়ের দোকান ও রিকশার গ্যারেজের লোকজন এবং আশপাশের বসতবাড়ির বর্জ্য ফেলায় মসজিদের সামনের স্থান ভাগাড়ে পরিণত হয়েছে।  মসজিদে নামাজ পড়তে আসা সোহান জানান, এখানে মসজিদ আছে, মানুষ দেখে, জানে; তারপরও মানুষ ময়লা ফেলে। এদের না করার পরও কেউ কথা শোনে না। বাসাবাড়ির পচা ময়লাও এখানে ফেলা হয়। এর দুর্গন্ধে নামাজ পড়াও কষ্ট হয়ে যায়।

মসজিদের খতিব সেলিম হুজুর বলেন, ‘আমি প্রায়ই জুমার দিনে বয়ানের শেষে সবাইকে বলি, দয়া করে যেখানে-সেখানে আপনারা ময়লা ফেলবেন না। মসজিদের আশপাশে যারা আছেন, তারা একটু সচেতন হলেই এ জায়গাটা পরিষ্কার থাকবে। এত বলার পরও কাজ হচ্ছে না।’

বেসরকারি স্কুলের শিক্ষিকা ফাতেমা বেগম বলেন, ‘আমাকে প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যাওয়া-আসা করতে হয়। মসজিদের সামনের ময়লার গন্ধে ঠিকমতো চলাফেরা করা যায় না। মাস্ক পরে, নাক চেপে গেলেও এই জায়গায় দমবন্ধ হয়ে আসে।’

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, ‘আমার ওয়ার্ডের প্রতিটি বাড়ি থেকে এখন ময়লা নিচ্ছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তারপরও যদি কেউ ময়লা ফেলে, তাহলে আমি তাদের অনুরোধ করব, যেন বাইরে ময়লা না ফেলে।’

ওয়ার্ড কাউন্সিলর আরও বলেন, ‘মসজিদের সামনে ময়লা ফেলে বিষয়টি আমার জানা নেই, আমি লোক পাঠাচ্ছি, এখানে কারা ময়লা ফেলে তাদের খুঁজে বের করব। আমি তাদের সতর্ক করে দেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ