হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ইউপি চেয়ারম্যানদের

গোসাইরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রাজ্জাকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিজয়ী প্রার্থীরা। গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের কবরে এই শ্রদ্ধা জানান শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।

আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজী আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ব্যাপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, মহিষার ইউপি চেয়ারম্যান হাজী অরুন অর রশিদ হাওলাদার, ছয়গাঁও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার, নারায়নপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. সালাহ উদ্দিন মাদবর, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সিড্যা ইউপি চেয়ারম্যান আবদুল হাদি জিল্লু, দারুল আমান ইউপির চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার ও ধানকাটি ইউপির চেয়ারম্যান গোলাম মাওলা রতন।

সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘জাতির পিতাকে রেখে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, তেমনি আব্দুর রাজ্জাককে রেখে শরীয়তপুর কল্পনা করা যায় না। শরীয়তপুরের উন্নয়নে প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে আব্দুল রাজ্জাকের স্মৃতি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ