হোম > ছাপা সংস্করণ

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়ার নন্দীগ্রামে ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলা এবং সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুলসহ ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহের প্রধান শিক্ষকেরা এ প্রতিবাদে অংশ নেন। একই সময়ে দেশের অন্যান্য জেলা শহরেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

মানববন্ধনে বক্তারা জানান, গত বৃহস্পতিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুলের মুখে ঘুষি দেন কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন। এর ফলে তার তিনটি দাঁত ভেঙে গেছে। বক্তারা বলেন, একজন শিক্ষককে শারীরিক নির্যাতন কোনোভাবে কাম্য নয়।

হীনমন্য ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা এ হীনমন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। এ সময় নন্দীগ্রামের ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানান বক্তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ