ফেনীতে ‘বেশির ভাগ চালক লাইসেন্সহীন’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর ট্রাফিক পুলিশ মাঠে নেমেছে। গতকাল শনিবার সকাল থেকে শহরের তিনটি পয়েন্টে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ শুরু করে জেলা ট্রাফিক পুলিশ।
এ সময় শহরের ট্রাংক রোড, মহিপাল ও হাসপাতাল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে লাইসেন্স ছাড়া অবৈধ শতাধিক মোটরগাড়ি আটক করা হয়। পরে অপরাধের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন পরিমাণে জরিমানাসহ মামলা দেওয়া হয়।
লাইসেন্স ও হেলমেটবিহীন চালক মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, নিজের জীবনের নিরাপত্তার জন্য হেলমেট থাকা প্রয়োজন ছিল। তিনি জানান, লাইসেন্স করার জন্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বাসায় থাকা সেসব কাগজ পরে পুলিশকে দেখাবেন।
ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আহম্মদ নুর আজকের পত্রিকাকে বলেন, অদক্ষরাই বেশি দুর্ঘটনায় পতিত হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন ধরে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান চলছে। তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে।