বরিশালের গৌরনদীতে নির্জন ধান খেতে ইঁদুর নিধনের জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি মেছো বিড়ালের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে বরিশালের গৌরনদীর ধুরিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বন কর্মকর্তা।
ধুরিয়াল গ্রামের কৃষক আতাউর রহমার জানান, ইঁদুর নিধনে তাঁর বাড়ির পাশের নির্জন ধানখেতের চারপাশে জিআই গুনা দিয়ে প্রতি রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার সকালে ধানখেতের পাশে গিয়ে তিনি দেখতে পান বিদ্যুতায়িত তারের সঙ্গে মৃত অবস্থায় মেছো বিড়ালটি জড়িয়ে আছে। এমন খবরে মেছো বিড়ালটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।