হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে যাচ্ছে না বাম দলগুলো

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) দেশের নিবন্ধিত বামপন্থী দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে তারা।

সিপিবি ছাড়া নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত অন্য বামপন্থী দলগুলো হলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ ছাড়া বাম গণতান্ত্রিক জোটে চারটি এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চায় সাতটি অনিবন্ধিত বামপন্থী দল এবং বদরুদ্দীন উমরের জাতীয় মুক্তি কাউন্সিল রাজনীতিতে সক্রিয়।

বাম গণতান্ত্রিক জোটের প্রধান শরিক দল সিপিবি ও বাসদ দীর্ঘদিন ধরেই নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, গত শুক্র ও শনিবার সিপিবির জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভোটের নামে প্রহসন, ভুয়া ভোট, নাটক চাই না। এগুলো করতেই সরকার ভোটের তফসিল ঘোষণা করিয়েছে। সিপিবি এসবের অংশ হবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে দেশের বামপন্থীরা নেই।’ সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানান তিনি।

নির্বাচনে অংশ নেবে না বাসদও। দলটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ভবিষ্যতে বামপন্থীদের আন্দোলন আরও জোরদার হবে। তিনি বলেন, ‘আজ (গতকাল) সারা দেশে বিক্ষোভ ছিল। আগামী ২৫ তারিখ সারা দেশে কালো পতাকা বিক্ষোভ করব। তারপরে আমরা হরতাল, অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেব।’ 
জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের শরিক। তারাও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

জেএসডির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তা প্রমাণিত সত্য। একতরফাভাবে নির্বাচন করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এই নির্বাচন যেন সরকার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা আন্দোলনের কৌশল পরিবর্তন করে ভবিষ্যতে আরও জোরালো আন্দোলনে নামব।’

এ বছর নিবন্ধন পেলেও ১৪ দল থেকে বেরিয়ে আসা বাংলাদেশ জাসদও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘আমরা তফসিল প্রত্যাখ্যান করেছি। এই একতরফা নির্বাচনে আমরা যাব না। অংশগ্রহণমূলক নির্বাচন হলে অংশ নেব।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, পুরোনো কায়দায় জনগণকে শাসন করার যে চেষ্টা এই ফ্যাসিবাদী সরকার করছে, তা জনগণ প্রবলভাবে প্রতিহত করবে। সেটা নির্বাচনের আগে, নির্বাচনের সময় অথবা নির্বাচনের পরে যেকোনো সময় হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ