অনেক দিন পর ছোট পর্দায় যীশু সেনগুপ্ত। স্টার জলসার নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রোমোতে দেখা গেল তাঁকে। প্রোমোতে দেখা দিলেও সিরিয়ালে অভিনয়ে নেই যীশু। তাহলে? ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রযোজক হিসেবে হাজির তিনি। সঙ্গে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘যীশু উজ্জল সেনগুপ্ত প্রোডাকশন’ থেকে তৈরি হচ্ছে ধারাবাহিকটি।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’র সিক্যুয়াল বানানো হবে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্টার জলসায় রমরমিয়ে চলেছে সিরিয়ালটি। শেষ পর্যন্ত জানা গেল, সিক্যুয়েল নয়, একটি নতুন গল্পই হাজির করবেন দর্শকের সামনে। সেটিই ‘হরগৌরী পাইস হোটেল’। গতকাল থেকে স্টার জলসায় প্রচার শুরু হয়েছে।
গল্পে দেখা যাচ্ছে, কলকাতার কালীঘাটের এক পুরোনো গলিতে বাস শঙ্করের। বাড়ির নিচেই পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘হরগৌরী পাইস হোটেল’। তার ভাবনাচিন্তার সবটা জুড়েই আছে এই হোটেল।