হোম > ছাপা সংস্করণ

কৃষিজমির মাটি ইটভাটায়

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের দক্ষিণপাড়ায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে।

স্থানীয়রা জানান, পুকুর খননের নামে কৃষি জমির মাটি বিক্রি করছে বিভিন্ন ইটভাটায়। বেশ কিছুদিন থেকেই একটি চক্র সকাল সন্ধ্যা এমনকি রাতের আঁধারেও আবাদি জমির মাটি কেটে পুকুর তৈরির নামে ইটভাটায় বিক্রি করছে।

সরেজমিনে গিয়ে কথা হয় বলেশ্বরপুর গ্রামের মৃত কুশায় মণ্ডলের ছেলে গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি অর্থের বিনিময়ে দিন ও রাতের আঁধারে পুকুর খননের নামে মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। গোলাম কিবরিয়া বলেন, ‘আমার নিজের জমির মাটি আমি কাটছি। আমার নিজের প্রয়োজন না থাকায় আমি মাটি বিক্রি করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কি আছে?’

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাকে উপজেলা নির্বাহী অফিসার অবগত করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমি ইতিমধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করিয়েছি। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ