ফেনীর পরশুরামে মাদকাসক্ত অবস্থায় বাবা মাকে মারধর করায় শাকিল হোসেন (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে তাঁকে এ সাজা দেওয়া হয়। পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার এ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত শাকিল হোসেন উপজেলার উত্তর গুথুমা গ্রামের বাসিন্দা। তিনি নিয়মিত মাদক সেবন করে তাঁর বাবা-মাকে মারধর এবং ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করতেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল সকালেও মারধর করায় বাবা-মা একটি কক্ষে তাঁকে আটকে করে রাখেন। পরে তাঁর বাবা-মা উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন। দুপুরে পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্তর গুথুমা থেকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আকতার জানান, বাবা–মাসহ আশপাশের লোকজনকে মারধর করায় শাকিলকে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।