আগৈলঝাড়ায় ৭টি অসহায় হিন্দু পরিবারের জন্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নিজস্ব অর্থায়নে কেনা জমিতে টিআর কাবিখার মাধ্যমে বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
গতকাল সকালে গৈলা ইউনিয়নের পূর্ব সেরাল গ্রামে এই পাকা বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্ততায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, নবনির্বাচিত ইউপি সদস্য লিটন সরদার প্রমুখ।
আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশ ও অর্থায়নে টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হয়।