পর্নো ভিডিও এবং অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিনজনকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক এবং ছয়টি কার্ড রিডার জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াপুর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সোনারগাঁয়ের নানাখী এলাকার জাকির হোসেন (৩২) ও আনোয়ার হোসেন (২৬) এবং বেইলর এলাকার খোকন মোল্লা (২৬)।
র্যাব জানায়, আটকেরা দীর্ঘদিন ধরে উপজেলার নয়াপুর বাজার এলাকার আনোয়ার সুপার মার্কেটে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে বিভিন্ন ধরনের পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।