হোম > ছাপা সংস্করণ

ফ্র্যাঙ্কের বিরুদ্ধে লড়বেন সুমন

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে নির্মিতব্য ‘এমআর-নাইন’ সিনেমার শুটিং শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৪ মে থেকে পুরোদমে চলছে দৃশ্যধারণের কাজ। শুটিংয়ে অংশ নিয়েছেন নাম-ভূমিকার অভিনেতা এবিএম সুমন ও আনিসুর রহমান মিলন। সিনেমাটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলছে ইংরেজি সংলাপে। পরে বাংলায় ডাবিং করা হবে।

সিনেমায় হলিউডের কয়েকজন শিল্পীর অভিনয়ের কথা আছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র ফ্র্যাঙ্ক গ্রিলো। ডেডলাইন নামের যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর অভিনেতা ফ্র্যাঙ্ক। তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘প্যারাডাইস হাইওয়ে’।

পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ফ্র্যাঙ্ক। এমআর-নাইন সিনেমার শুটিং চলছে যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এর আগে গল্পের চিত্রনাট্য সংশোধন করতে বলেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। ৭ জুন চিত্রনাট্য পড়ার পর বেশ কয়েকটি জায়গায় সংশোধনী দেওয়া হয়েছে। তবে সিনেমার বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেছেন, চিত্রনাট্যে কোনো কিছু পরিবর্তন করে কাজ করা যাবে না। তাহলে গল্পের আবেদন কমে যাবে।

সংশোধন না করে কাজ করলে প্রদর্শনী তো বটেই, কাজেরও অনুমতি না পাওয়ার আশঙ্কা থাকে। এ প্রসঙ্গে প্রযোজক আজিজ বলেন, ‘অনুমতি পাওয়া না গেলে যুক্তরাষ্ট্রেই পুরো সিনেমার শুটিং করব।’

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস প্রযোজনা করছে এমআর-নাইন সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।

সিনেমায় বাংলাদেশ থেকে অভিনয় করছেন এ বি এম সুমন, আনিসুর রহমান মিলন, সানজু জন, জেসিয়া, আলিসা, সাজ্জাদ হোসেন; ভারত থেকে সাক্ষী এবং হলিউড থেকে ফ্র্যাঙ্ক গ্রিলো ছাড়াও মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ