ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, কিছু দুষ্টুচক্র রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করে। যা পরবর্তীতে সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলায় রূপ নেয়। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে। তাই উন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ধর্মীয় সম্প্রীতি নিয়ে গত বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, জাতির পিতার ঘাতক ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবন জীবননাশের চেষ্টার সঙ্গ জড়িতরা একই গোষ্ঠীর।