হোম > ছাপা সংস্করণ

‘চড় দিইনি, ধাক্কা দিয়েছি’–সাংসদ রিমন

বরগুনা প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে গালিগালাজ ও চড় থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বরগুনা–২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন। ঘটনার ৫ দিন পর গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চড় থাপ্পড়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংসদ রিমন বলেন, ‘নজরুলকে আমি চড় থাপ্পড় দিইনি, ধাক্কা দিয়েছিলাম।’ বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা, দলীয় নেতা–কর্মী, নারীসহ একাধিক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন তিনি। এসব ‘সাংবাদিকদের প্রভাবিত করে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার’ উল্লেখ করে, নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

শওকত হাচানুর রহমান রিমন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দলীয় সাংসদের পক্ষে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এমপি রিমন।

বক্তব্যে তিনি পাথরঘাটার মাছ ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, আমার গাড়িবহর সাইড না দেওয়ায় আমি জনৈক নজরুল ইসলামকে চর থাপ্পড় দিয়েছি। যা আদৌ সত্য নয়।’ নজরুল সম্পর্কে এমপি রিমন বলেন, ‘পাথরঘাটার মানুষের মধ্যে সে বোমা নজরুল, টপ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সাতটি মামলা চলমান।’ এ সময় তিনি প্রতিপক্ষকে দোষারোপ করে বলেন, ‘আমার নির্বাচনী প্রতিপক্ষ সব সময় আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায়।’

নজরুল দলের কেউ নয় উল্লেখ করে রিমন বলেন, ‘মিডিয়ায় প্রচারিত হয়েছে নজরুল সাবেক ছাত্রলীগ নেতা। কিন্তু আমার জানামতে সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ