সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চার প্রার্থীর সংবাদ সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, অস্ত্র প্রদর্শন ও অশালীন আচরণ করার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন গণমাধ্যমকর্মীরা।
গতকাল সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন সাংবাদিকেরা। পরে পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকেরা অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাধা প্রদান ও হামলা করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন বাবুসহ অন্য সাংবাদিকদের ওপর হামলা চালান হয়।