গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে নলজোড়া খালের ওপর নির্মিত হয়েছে বিকল্প কাঠের সেতু। এতে করে এই সড়কে চলাচলকারী শত শত মানুষের ভোগান্তি কিছুটা হলেও দূর হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, নলজোড়া খালের ওপর নির্মিত কাঠের বিকল্প সেতু দিয়ে চলাচল করছেন মানুষ। বিকল্প সেতুর অভাবে ওই এলাকার লোকজন ভোগান্তিতে ছিলেন। এখন সেখানে সেতু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ‘এখানে বিকল্প কোনো ব্যবস্থা না করেই নতুন সেতু নির্মাণের কাজে হাত দেওয়া হয়। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন। এখন বিকল্প সেতু হওয়ায় চলাচলে সুবিধা হচ্ছে।’
স্থানীয় বরমী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সেতু আক্তার বলে, ‘গত কয়েক দিন আমাদের চলাচলে খুব কষ্ট হয়েছে। এখন আমরা সহজে যাতায়াত করতে পারব।’
কলেজশিক্ষক আমিনুল কাদের বলেন, ‘আমরা যারা এই সড়কে নিয়মিত চলাচল করি, তাঁদের জন্য এটা ভালো হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কিছুদিন আমাদের খুবই সমস্যা হয়েছে।’
বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘বিকল্প সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। সে জন্য পরিষদের পক্ষ থেকে একটি বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু নির্মাণে যে অর্থ খরচ হয়েছে, সেটা পরে উপজেলা প্রকৌশলী অফিস দিয়ে দেবে বলে জানিয়েছে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, ‘জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। বিকল্প সেতু হওয়ায় মানুষের ভোগান্তি কমবে।’
উল্লেখ্য গত ২৪ মে শ্রীপুরে বিকল্প সড়কের অভাবে ভোগান্তি শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।