রাজশাহীতে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সোমবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা সামান্য বাড়লেও গতকাল সোমবার থেকে শুরু হলো মৃদু শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।