সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সদরপুর সেতুর ধসে যাওয়া সংযোগ সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সংযোগ সড়কের মেরামতের কাজ শুরু হয়।
জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সেতুটির পশ্চিম পাড়ের সংযোগ সড়ক ধসে যায়। এ নিয়ে গত নভেম্বরের ২২ তারিখে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকায়’ সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে তারা সংস্কারের উদ্যোগ নেয়।
সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে স্টিলের বেইলি সেতু তৈরি করা হচ্ছে। সেতুটি মেরামতের ব্যবস্থা নিয়েছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে সংযোগ সড়কের অংশটি ধসে গেছে। রাস্তার অর্ধেকও ভেঙে গেছে। সেতুটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই মুহূর্তে স্টিলের বেইলি সেতুর কাজ শুরু হয়েছে। হেলে পড়া অংশে স্থায়ীভাবে নির্মাণে পাইলিং করে মজবুত করে তৈরি করা হবে।