হোম > ছাপা সংস্করণ

গোপনে মাদ্রাসার কমিটি, অভিযোগ ইউএনওকে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জের কোমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বুধবার মাদ্রাসার জমির এক দাতা সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নিয়মিত কমিটি গঠনের জন্য শ্রেণিকক্ষের নোটিশ ও ভোটার তালিকা প্রকাশ না করেই গোপনে কাজের প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে ব্যবস্থাপনা কমিটি গঠন ও কার্যাবলি শেষ করার জন্য প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের জন্য ইউএনও বিরোদা রানী রায়ের কাছে আবেদন করেন।

বিধি অনুযায়ী ইউএনও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার এ বি এম সাজেদুল বারিকে ওই মাদ্রাসার কমিটি গঠনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে গোপনে ব্যবস্থা কমিটি গঠন করেন।

দাতা সদস্য ইসমাইল হোসেন বলেন, ‘আমি ইউএনও স্যারকে অভিযোগ দিয়েছি। এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।’

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সুলতান মাহমুদ বলেন, ‘সবকিছুই প্রকাশ্যে করে কমিটি গঠন করা হয়েছে।’

কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা এ বি এম সাজেদুল বারি বলেন, ‘কোমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসায় নির্বাচন ছাড়াই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এভাবেই পীরগঞ্জের প্রায় ৯০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি করা হয়। সে ক্ষেত্রে কাগজপত্র ঠিক আছে কি না, তা দেখি।’

ইউএনও বিরোদা রানী বলেন, ‘অভিযোগ পেয়েছি। অনিয়মে কমিটি গঠন হলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ