হোম > ছাপা সংস্করণ

সরকারি খাল দখল করে মাছ চাষ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী গণস্বাক্ষর করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক চ্যানেল সচল করতে সংলগ্ন প্রবহমান মৃতপ্রায় সরকারি খালগুলো খনন করে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর স্থানীয় কিছু লোক তা দখলে নিয়ে মাছ চাষ শুরু করেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে দখলকারীদের বিরোধ সৃষ্টি হয়।

সম্প্রতি গ্রামবাসী বাধা দিলে দখলকারীরা তাঁদের কয়েকজনকে মারধর করেন। দখলদারদের হামলায় স্থানীয় মহিদুল মোল্লা ও তাঁর ভাই শহিদুল মোল্লা আহত হন। অভিযোগকারীরা বলেন, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন ফকিরসহ তাঁর লোক আল আমীন ফকির, বাচ্চু শেখ, রুহুল মোল্লা, আলমগীর হাওলাদার, মোতাচ্ছিন বিল্লাহ, হানিফ হাওলাদার, হাসান হাওলাদার, গোলাম মাঝি, আ. রব মোছাল্লীরা উপজেলার ছোট কাটালীর আদশীষে খাল ও ইয়াছিন খাল দখল করে মাছ চাষ করে আসছেন।

এ বিষয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিনসহ অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, খালগুলো দিয়ে জোয়ারের পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়, যাতে বাড়িঘর ডুবে না যায়। তবে খালে গ্রামবাসী সকলে মিলে মাছ চাষ করেন বলে স্বীকার করেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, খাল সংক্রান্ত গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছেন। সরকারি খাস জমি ও খাল দখল করে কাউকে মাছ চাষ করতে দেওয়া হবে না। খাল দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ