হোম > ছাপা সংস্করণ

নিজের জমি দাবি করে অন্যের গাছ কর্তন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতিবেশীর নারকেল গাছ কেটে ফেলেছে স্থানীয় আরেক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার গ্যারেজ এলাকায়।

প্রতিবেশীর বসতভিটার মধ্যে নিজের জমি থাকার দাবি করে লোকজন নিয়ে সকাল থেকে তিনি এসব গাছ কাটেন। পরবর্তীতে শ্যামনগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট গাছগুলো কাটা বন্ধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ গ্যারেজ এলাকার জামির আলী সম্প্রতি দাবি করেন প্রতিবেশী ওকালত গাজীর বসতভিটায় তাঁর জমি রয়েছে। নিজের জায়গায় বেড়ে ওঠা যাবতীয় গাছ-গাছালি দ্রুত সময়ের মধ্যে কেটে নেওয়ার জন্য তিনি ওকালতি গাজীর ওপর চাপ সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সালিস বৈঠকে জামির আলী দাবির স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

একপর্যায়ে মাতব্বররা ওকালতি গাজীর পক্ষে ফয়সালা শুনিয়ে চলে যায়। এরপর হঠাৎ করেই লোকজন নিয়ে গতকাল শুক্রবার দুপুরে ওকালতের বসতভিটা থেকে চারটি নারিকেল গাছ কেটে দেয়। এ সময় স্থানীয়দের সহায়তায় শ্যামনগর থানায় অভিযোগ জানানোর পর পুলিশ গিয়ে জামির আলীকে গাছ কাটা বন্ধের নির্দেশ দেয়।

অভিযোগের বিষয়ে জামির আলী দাবি করেন গাছ কেটে নেওয়ার জন্য বলা হলেও ওকালত তাঁর জমি থেকে গাছ অপসারণ করছিল না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ