গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব কুমার বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকা থেকে এ তথ্য জানা যায়।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পাঁচ ইউপির ১ নম্বর কুশলী ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সরদার, ২ নম্বর বর্নি ইউপিতে নৌকা পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোসা. মিলিয়া আমিনুল, ৩ নম্বর গোপালপুর ইউপিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালবাহাদুর বিশ্বাস, ৪ নম্বর পাটগাতী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ শুকুর আহম্মেদ ও ৫ নম্বর ডুমুরিয়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ শেখ নৌকা পেয়েছেন।