হোম > ছাপা সংস্করণ

নারী বুথে পুরুষের টিকা, অসন্তোষ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে আক্রান্তের হার ৩৮ দশমিক ৪ শতাংশ। করোনা মোকাবিলায় চলছে টিকাদান কর্মসূচি।

এদিকে টিকাদানে শৃঙ্খলা না থাকার নানান অভিযোগের পাশাপাশি মহিলা বুথে দেওয়া হচ্ছে পুরুষের টিকা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহীতারা।

বেশ কয়েকজন নারী টিকা গ্রহীতাদের অভিযোগ, টিকা নিতে এসে মহিলা টিকা গ্রহীতারা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ছেন।

বুস্টার ডোজ নিতে আসা আকলিমা খাতুন বলেন, ‘নির্দিষ্ট করা মহিলা বুথে গিয়ে দেখি পুরুষেরাও এই কক্ষে টিকা নিচ্ছেন। বিষয়টি আমাদের জন্য বিভ্রান্তিকর। পুরুষ ও মহিলাদের জন্য যেখানে পৃথক বুথ আছে, সেখানে পুরুষদের কেন টিকা দেওয়া হচ্ছে?’

টিকা নিতে আসা একজন নারী চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, টিকা প্রদানে নেই শৃঙ্খলা। ছোট দুটি কক্ষে টিকা দেওয়া হচ্ছে গাদাগাদি করে। এর মধ্যে মহিলা বুথে পুরুষের টিকাও দেওয়া হচ্ছে। মহিলাদের টিকা গ্রহণের সময় পুরুষেরা দাঁড়িয়ে থাকছেন।

এক নারী টিকা গ্রহীতার অভিভাবক ফয়ছল বলেন, ‘নারীদের টিকা নেওয়া সময় পাশে আরেকজন অপেক্ষমাণ পুরুষ দাঁড়িয়ে থাকা খুবই বিব্রতকর ও লজ্জাজনক।’

মহিলা বুথে পুরুষদের কেন টিকা দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান দায়িত্বরত স্বাস্থ্যকর্মী।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ বলেন, বুস্টার ডোজের টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নেওয়া হচ্ছে। এ জন্য কিছু সমস্যা হতে পারে, মহিলা বুথে পুরুষদের টিকা দেওয়াসহ যে যে অভিযোগগুলো রয়েছে তা চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ