হোম > ছাপা সংস্করণ

চাকরিতে যোগদান করলেন প্রতিবন্ধিতাজয়ী শাহিদা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুন। তাঁর এক হাত, দুই পা নেই। তারপরও জীবনযুদ্ধে থেমে নেই তিনি। লেখাপড়া করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিবন্ধিতা জয় করে শিখেছেন হস্তশিল্প, সেলাইসহ বিভিন্ন কাজ। পেয়েছেন চাকরি, করলেন যোগদান।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে আকিজ জুট মিলে নির্বাহী কর্মকর্তা পদে চাকরি হয় শাহিদার। গত ২৫ মার্চ যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে এক অনুষ্ঠানে শাহিদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা সেই নিয়োগপত্র নিয়ে গতকাল রোববার অভয়নগরে আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন শাহিদা খাতুন। শাহিদা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মো. রফি উদ্দিনের মেয়ে।

চাকরিতে যোগদানের পর শাহিদা খাতুন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানান। শাহিদা বলেন, ‘চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারব। আমার জন্য সকলে দোয়া করবেন।’

আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, ‘প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। কর্মক্ষেত্রে সব কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ