পীরগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পীরগঞ্জে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দেন।
দেশে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পীরগঞ্জের ১৫ ইউপির মধ্যে ১০টিতে ভোট হবে। পীরগঞ্জে চেয়ারম্যান পদে ৫১, সদস্য পদে ৪৫২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী এই দৌড় থেকে ১০ চেয়ারম্যান, ৯০ সদস্য ও ৩০ সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।