ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের পাঁচ দিন পর গ্রামের কবরস্থানের একটি গাছ থেকে নাসিম (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
যাদবপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, ‘বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ভারসাম্যহীন ছেলে নাসিম গত ২৭ নভেন্বর নিখোঁজ হন।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাননি। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদ্দিপুর গ্রামের কবরস্থানের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’