হোম > ছাপা সংস্করণ

ভোমরা স্থলবন্দরে আজ থেকে দুই ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ শনিবার থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দফায় কর্মবিরতি ও মানববন্ধন কর্মসুচি ঘোষণা করেছে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন, ৩০ জানুয়ারি তিন ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন, ৩১ জানুয়ারি চার ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন। এরপরেও চাঁদা আদায় যদি বন্ধ না হয় তাহলে ১ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভোমরার স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলম মিলনসহ কিছু অসাধু ব্যবসায়ী ভারতের কিছু প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগসাজশ করে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারি পার্কিংগুলোতে পণ্যবাহী প্রতিটি ট্রাকে সিরিয়ালের নামে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করে চাঁদাবাজি করছে। এতে বাংলাদেশি আমদানিকারকেরা ক্ষতির মুখে পড়ছেন।

দেশের অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরাও এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর প্রভাবে সরকার রাজস্বও হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এই স্থলবন্দরটি মুখ থুবড়ে পড়বে বলে ব্যবসায়ীরা জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ