ফুলবাড়িয়া উপজেলার থানা জামে মসজিদে মাইকিং করে ‘জুতা চোরদের’ আসতে দাওয়াত দেওয়া হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের আজানের আগে মসজিদের মাইকে এই ঘোষণা দেওয়া হয়।
মাইকের ঘোষণায় বলা হয়, ‘সম্মানিত মুসলমান, যাঁরা যাঁরা জুতা চুরি করবেন, তাঁরা নামাজের সময় থানা মসজিদে চলে আসবেন। আপনাদের ধরার জন্য পুলিশের গোয়েন্দা বাহিনী প্রস্তুত আছে।’
এ বিষয়ে থানা জামে মসজিদের ইমাম ও খতিব মো. ইমদাদুল হক বলেন, ‘ওসি স্যার মাইকে এই ঘোষণা দিয়েছেন।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মসজিদের সভাপতি মোল্লা জাকির হোসেন বলেন, ‘মসজিদে জুতা চুরি হয়েছে। এ জন্য বলে দিলাম। সম্মানিত চোরদের থানা মসজিদে চুরি করতে বললাম।’