পীরগঞ্জে হিন্দু পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হিন্দু-মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লিতে ওই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা শেষে বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তার চাল, শাড়ি, লুঙ্গি ও কম্বল দেওয়া হয়েছে। এ সময় ইউএনও বিরোদা রানী রায়, ওসি সরেস চন্দ্র, রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।