পিরোজপুরের কাউখালীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। গত মঙ্গলবার বিয়ের আয়োজন বন্ধ করে দেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথী।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী জানান, উপজেলার চিরাপাড়া গ্রামের সাখাওয়াত কাজীর ছেলে কাইয়ুম কাজী বরকতের সঙ্গে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা। পরে কনে পক্ষের অভিভাবকদের মুচলেকা দিয়ে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই শর্তে অভিভাবকদের দেওয়া হয়।