প্রশ্ন: মোবাইল ফোনে অ্যাপস দেখে অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে?
হাফিজ মিয়া, ঢাকা
উত্তর: যেকোনো ডিজিটাল ডিভাইসে স্ক্রিন স্পর্শ না করে দেখে দেখে কোরআন তিলাওয়াত করার জন্য অজু জরুরি নয়। তবে অজু ছাড়া স্ক্রিন স্পর্শ করে তিলাওয়াত করা অধিকাংশ ফকিহর মতে বৈধ নয়। যখনই কোরআনের আয়াত স্ক্রিনে ভেসে উঠবে, তখনই তা অজু ছাড়া স্পর্শ করা যাবে না। তবে সমকালীন কোনো কোনো আলেম বলেছেন, ‘মোবাইল স্ক্রিনের কোরআন স্থায়ী নয়। তা স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হয় এবং এর ওপর গ্লাসের আবরণও থাকে। তাই তা অজু ছাড়াও স্পর্শ করা যাবে। তবে যে মাধ্যমেই হোক, পারতপক্ষে পবিত্র কোরআন অজু ছাড়া স্পর্শ করা ঠিক নয়। (মুয়াত্তা মালিক: ৬৮০; মুসনাদুল বাজ্জার: ১/৪০১)।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
গবেষণা বিভাগীয় প্রধান
মা’হাদুল ফিকরিল ইসলামী, বসুমতি, গুলশান, ঢাকা